রানিগঞ্জের তিরাট পঞ্চায়েতে নুনিয়া নদীর ওপর জীর্ণপ্রায় হাড়াভাঙ্গা সেতুকে বাঁচাতে এবং রাস্তা মেরামত ও নতুন ব্রিজ তৈরির দাবি তুলে এলাকা দিয়ে যাতায়াতকারী ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মানুষজন৷
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে হাড়াভাঙ্গা, দামালিয়া, তিরাট, ও চেলোদ অঞ্চলের মানুষেরা সেতু বাঁচাতে বিক্ষোভে সামিল হন। স্থানীয় মানুষজনের অভিযোগ, প্রায় এক বছর আগে হাড়াভাঙ্গা সেতুর একাংশ ভেঙে পড়ে। স্থানীয় মানুষ চরম অসুবিধায় পড়েন। তাঁদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। স্থানীয় বিধায়কের দেওয়া টাকায় অস্থায়ী ভাবে সেতুটি যান চলাচলের উপযুক্ত করা হয়। তখন থেকে ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে সেতুতে। কিন্তু মেরামতের কিছুদিন পর থেকেই কয়লা, বালি বোঝাই ডাম্পার চলাচল শুরু হয়ে যায় সেতুতে। বর্তমানে সেতুতে ফের ফাটল দেখা দিয়েছে। সেতু আবার ভেঙে পড়লে চরম দুরবস্থার কথা ভেবে ওই সেতুর উপর নির্ভরশীল কয়েকটি গ্রামের বাসিন্দারা মিলিতভাবে কয়লা ও বালির গাড়ি আটকে বিক্ষোভ দেখান।