প্রচারে গিয়ে পানীয় জলের সংকটের বাস্তব চিত্র দেখলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার। গত পাঁচ বছরে পানীয় জলের অভাব দূরীকরণে কোন ব্যবস্থা নেওয়া হয় নি সেই অভিযোগ শুনলেন স্থানীয় মানুষের কাছ থেকে। স্থানীয় সিপিএম বিধায়ক বা লোকসভার সাংসদ খবর রাখেন নি এলাকার পানীয় জলের সমস্যার। টানা পাঁচ বছর ধরে চলছে জল সঙ্কট, অথচ প্রতিবারই ভোটের সময় রাজনৈতিক নেতাদের মেলে সমস্যা সমাধানের মিথ্যে প্রতিশ্রুতি। শেষমেশ রবিবার ক্ষোভের বহিঃপ্রকাশ আছড়ে পড়লো দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের উপর। রবিবার ছুটির দিন কাঁকসার বামুনাড়ার আদিবাসী অধ্যুষিত বাঁশপাড়া, তেতুলতলা এলাকায় প্রচারে গিয়েছিলেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, আর সেখানেই স্থানীয়দের ক্ষোভ আছড়ে পড়ে তৃণমূল প্রার্থীর উপর।

অভিযোগ, ভোট আসলেই মিথ্যে প্রতিশ্রুতি দেন সকলে আর ভোট পেরোলেই সমস্যা সমাধান না করেই পালিয়ে যান, কেন হবে এইসব? রীতিমতো দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থীকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। আর জনতার ব্যাপক ক্ষোভের মুখে পড়ে সব কিছু নোট করে ভোটের পর ফের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন প্রদীপবাবু। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে কাঁকসার বামুনাড়ার বাঁশপাড়া ও তেতুলতলা এলাকা। আদিবাসী অধ্যুষিত এই দুই এলাকায় প্রায় ৩০০ পরিবার বসবাস করেন, এদের অভিযোগ কল আছে কিন্তু বেশ কয়েক বছর ধরে বিকল হয়ে পড়ে আছে কলগুলি, এলাকায় দুটি কুয়ো রয়েছে কিন্তু সেই জল এত নোংরা যে খাওয়ার অযোগ্য, বাধ্য হয়ে প্রায় দেড় কিলোমিটার দূরের একটি বাজারের মধ্যে থাকা কল থেকে জল বয়ে নিয়ে এসে তাঁদের নিত্যদিনের প্রয়োজন মেটাতে হয়। এই ছাড়া তো রয়েছে বেহাল রাস্তা ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার প্রবল যন্ত্রণা।

তাই রবিবার দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী বামুনাড়ার বাঁশপাড়া ও তেতুলতলা এলাকায় প্রচারে এলে আশপাশের এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সামনেই। শেষমেশ অস্বস্তি এড়াতে সব কিছু নোট করে নিয়ে এলাকা ছাড়েন প্রার্থী। দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার পাল্টা অভিযোগ করে বলেন, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ বিজেপির। যাকে দেখা যায়না। আর দুর্গাপুর পূর্বের বিধায়ক ছিলেন সিপিআইএমের, তাঁকেও দেখা যায় না। তাই শাসকদল তৃণমূল প্রতিনিধিদের দেখলেই মানুষ অভাব অভিযোগের কথা বলেন। এটাই তো স্বাভাবিক ঘটনা। অন্যদিকে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী বলেন, ‘পানীয় জল দেবে দুর্গাপুর নগর নিগম, তারা ব্যার্থ। আর সেসব ঢাকতে তৃণমূল প্রার্থী দায় চাপাচ্ছেন বিজেপির উপর। মানুষ এবার জবাব চাইছে। ২ মে এর জবাব পাওয়া যাবে।’ এদিকে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, ‘দুয়ারে সরকার, ভোট চাইতে গেলে মানুষ দুয়ারে জবাব চাইছে নেতাদের কাছে। ২ মে এর জবাব পাওয়া যাবে।’

Like Us On Facebook