কাঁকসার শিবপুরে গভীর জঙ্গলে স্থানীয় মহিলারা পাতা কুড়োতে গিয়ে জঙ্গলে সদ্যজাত শিশুর কান্নার শব্দ পেয়ে ছুটে গিয়ে একটি সদ্যজাত শিশু পড়ে থাকতে দেখে কুড়িয়ে নিয়ে আসেন। এরপরেই স্থানীয় মানুষ কাঁকসা থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে কিছুটি সুস্থ করেছেন বলে জানা গেছে।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. দেবব্রত দাস বলেন, কাঁকসার শিবপুর জঙ্গলে স্থানীয় মানুষ পাতা কুড়োতে গিয়ে শিশুটির কান্না শুনে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। সুপার ডা. দেবব্রত দাস আরও বলেন, শিশুটির সারা গায়ে পিঁপড়ে লেগে ছিল। আমরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা করেছি। বর্তমানে শিশুটি ভালো আছে। তিনি জানান, শিশুটি সম্ভবত গতকাল জন্মেছে। আজ, শনিবার শিবপুর জঙ্গল থেকে উদ্ধার হয়।