অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি পড়াকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ালো বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর সুভাষপল্লীর পাঞ্জাবী পাড়ায়। এলাকাবাসী প্রতিমা লেট এদিন জানিয়েছেন, অন্যান্য দিনের মতই এই কেন্দ্র থেকে শিশুদের খাবার দেওয়া হয়। আজ দেওয়া হয় ভাত, আলুর তরকারী এবং ডিম। অনেক শিশুই তা খায়। এরই মাঝে তিনি দেখেন খাবারে মরা টিকটিকি রয়েছে। বিষয়টি তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা দিদিদের জানান। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেশ কয়েকজন শিশু আতঙ্কে বমি করতে শুরু করে। তাদের মধ্যে ৪ বছরের মিমি লেট, ৯ বছরের রুপম দাস, ৪ বছরের প্রীতম দাস, ৪ বছরের অংশু লেট, ৩ বছরের অন্বেষা লেট এবং ১০ বছরের নন্দিনী বাউরীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়েও দেওয়া হয়। এব্যাপারে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সিডিপিও আশীষ চক্রবর্তী জানিয়েছেন, তিনি ঘটনার কথা শুনেই গোটা বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?