দুর্গাপুরের সুরেন চন্দ্র মডার্ন স্কুলে দু’দিন ব্যাপী লিটল ম্যাগাজিন মেলা হয়ে গেল। বর্ধমান জেলা লিটল ম্যাগাজিন সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই মেলা। প্রায় ৩০০ কবি-সাহিত্যিক এই মেলায় উপস্থিত ছিলেন। মেলা কমিটি সূত্রে জানা যায় এবার মেলায় ৬৩টি লিটল ম্যাগাজিনের স্টল হয়েছিল।
মেলায় অংশগ্রহণকারী লিটল ম্যাগাজিন প্রকাশকদের উৎসাহ দিতে বিশেষ গুণমানের জন্য সুতপা, সুপ্রিয়া, পারিজাত, সমকন্ঠও দিগন্ত নামের ৫টি লিটল ম্যাগাজিনকে এবছর পুরস্কৃত করা হয় আয়োজক সংস্থার তরফ থেকে।