ইসিএলের ঝাঁঝরা কোলিয়ারিতে চাকরির দাবিতে স্থানীয় যুবকরা বিক্ষোভ দেখান। কোলিয়ারির পরিবহণ বন্ধ করে মেন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের গেটে বিক্ষোভে সামিল হন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ ২০১৩ সালে ইসিএল কর্তৃপক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ৬০০ একর জমি অধিগ্রহণ করে। অন্যান্যরা চাকরি পেলেও বিক্ষাভকারী ৬৩ জন যুবক জমির পরিবর্তে চাকরি পান নি বলে অভিযোগ। স্থানীয় যুবক দেবদাস ব্যানার্জী, অনিরুদ্ধ মুখার্জীরা জানান,”ইসিএল জমির পরিবর্তে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি। তাই আমরা হতাশ হয়ে বৃহত্তর আন্দোলনে নেমেছি।”