গত ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, জাতীয় সড়কের ৫০০ মিটারের মধ্যে মদ বিক্রি করা যাবে না। শনিবার ১ এপ্রিল থেকেই বলবৎ করতে হবে এই আইন। সুপ্রিমকোটের এই রায়ের ফলে বর্ধমান জেলার জাতীয় সড়ক সংলগ্ন প্রায় ৩০০ টি মদের দোকান বন্ধ হয়ে গেল। মদ খেয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনার ক্রমবর্ধমান পরিসংখ্যানের কথা মাথায় রেখে গত ১৫ ডিসেম্বর এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নয়া আদেশ অনুযায়ী, রাজ্য বা জাতীয় সড়ক থেকে অন্তত ৫০০ মিটার দূরে থাকতে হবে এই ধরণের মদের দোকানগুলিকে। মদের দোকানের পাশাপাশি হাইওয়ে ও জাতীয় সড়কের ধারে কোনও বার হোটেল বা রেস্তোরাঁতেও অতিথিদের মদ পরিবেশন করা যাবে না।
Like Us On Facebook