এলাকায় বারবার দুর্ঘটনার ফলে স্থানীয় মানুষদের মনে আতঙ্কের সঞ্চার হয়েছে। বর্ধমানের রথতলা এলাকায় জাতীয় সড়কের উপর যাতে আর কোন দুর্ঘটনা না ঘটে এবং এলাকা বিপদমুক্ত রাখার উদ্দেশ্যে রথতলা এলাকার একটি স্থানীয় ক্লাবের উদ্যোগে আজ হোমযজ্ঞের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ২২ মার্চ রথতলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু ঘটে। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই ওই এলাকায় আরও দুটি দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি হয়। এরপর থেকেই স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কিছু মানুষের বিশ্বাস হোমযজ্ঞ করলে এই ধরণের দুর্ঘটনা রোধ হবে। আজ সকাল থেকে স্থানীয় ক্লাবের সদস্যরা দুর্ঘটনাস্থলের কাছে জাতীয় সড়কের পাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে হোমযজ্ঞের আয়োজন করেন। সন্ধ্যা থেকে হোমযজ্ঞ শুরু হয়। স্থানীয় মানুষজনের উপস্থিতিতে খুব নিষ্ঠাভরে শাস্ত্রীয় রীতিনীতি মেনে পুজোপাঠ হয় বলে জানা গেছে।

যজ্ঞের প্রস্তুতি চলছে জোর কদমে
সন্ধ্যায় পুজোপাঠ চলছে
Like Us On Facebook