রানিগঞ্জের রানিসায়ের অঞ্চলের শীতলপুর কলোনিতে ফুটবল খেলতে গিয়ে দশ-বারো বছরের ৭ জন কিশোর ব্রজাহত হয়ে পড়ে৷ যাদের মধ্যে দুজন কিশোর দীপক ভুঁইয়া(১২) ও চন্দন ভুঁইয়া(১৩) ঘটনাস্থলেই মারা যায় বলে খবর৷ বাকিদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে৷ ঘটনার প্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে৷ খবর পেয়ে পুরসভার স্বাস্থ্য দপ্তরের এম আই সি দিব্যেন্দু ভকত এলাকায় উপস্থিত হন৷
জানা গেছে, রবিবার বিকেলে রানিসায়ের এলাকার একটি ফুটবল মাঠে ফুটবল খেলছিল এলাকার বেশ কিছু কিশোর। সেই সময় বৃষ্টি নামায় ওই সাতজন মাঠের পাশে একটি গাছের নীচে আশ্রয় নেয়। সেই সময় ওই গাছে বাজ পড়ায় সকলেই আহত হয়। আহতদের রানিগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দু’জন কিশোরের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।
Like Us On Facebook