মেমারিতে বজ্রাঘাতে মৃত্যু হল ৩ জনের। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত পদ হেমব্রম( ৪৭) এর বাড়ি মেমারি ১ নং ব্লকের বড়ল গ্রামে।স্থানীয় পুকুরে স্নান করার সময় হঠাৎ করে বাজ পড়লে তিনি আহত হন তাঁকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, মেমারি ২ নং ব্লকের বারোয়ারি গ্রামের বাসিন্দা আশা সব্বার (৩৭) ও মালতি সব্বার বোহার এলাকায় ধান রোয়ার কাজে যাওয়ার সময়ে বজ্রাঘাতে আহত হন। তাঁদের উদ্ধার করে পাহাড়হাটী ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষাণা করেন। মেমারি থানার পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়।
পূর্ব বর্ধমান জেলাপরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় বজ্রঘাতে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। বর্তমান আর্থিক বছরে এখন পর্যন্ত প্রায় ১৯ জন বজ্রাঘাতে মারা গেছেন। শুধুমাত্র জুলাই মাসেই মৃত্যু হয়েছে ৭ জনের। চলতি আগস্ট মাসের গত ২ দিনেই মৃত্যু হয়েছে ৪ জনের। গত বছরে বজ্রাঘাতে প্রায় ৪৯ জনের মৃত্যু হয়েছিল। এই পরিস্থিতিতে বজ্রপাত সম্পর্কিত সচেতনতা আরও বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে।