পুলিশ সাদা পোশাকে বিরোধীদের বাড়িতে গিয়ে নির্বাচনে শাসক দলের বিরোধিতা করতে বারণ করছে। নির্বাচনে বিরোধী প্রার্থীদের মনোনয়ন পত্র তুলতে পরামর্শ দিচ্ছে। দুর্গাপুর পৌরনির্বাচনে শাসক দল তৃণমূলের এমনই তাঁবেদারি করার গুরুতর অভিযোগ নিয়ে দুর্গাপুরের ১৩টি গণ সংগঠন একজোট হয়ে সোমবার দুর্গাপুরের মহকুমা শাসক তথা পৌরনির্বাচনের রিটার্নিং অফিসার শঙ্খ সাঁতারাকে স্মারকলিপি দিলেন। পৌরনির্বাচনে তৃণমূল কংগ্রেস সিপিএমের কাছে পরাজয়ের ভয়েই পুলিশ পাঠাচ্ছে বাড়িতে এবং পুলিশের কথা না শুনলে মিথ্যে মামলা দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের। পঙ্কজবাবুর দাবি পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিলে শাসক দলের বিরুদ্ধেই মানুষ ভোট দিয়ে ফের সিপিএমকেই পৌরসভার দখল দেবে ভুক্তভোগী মানুষ। দুর্গাপুরের মহকুমা শাসক বিষয়টি দেখার আশ্বাস দেন।

অপরদিকে ৩৮ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সুনীতা নন্দীও একই অভিযোগ করেন মহকুমা শাসকের কাছে। সুনীতাদেবীর অভিযোগ, তাঁকে প্রচার করতে দিচ্ছে না শাসক দলের কর্মীরা। তাঁকে এবং তাঁর স্বামী অরবিন্দ নন্দীকে শাসকদল পুলিশ লেলিয়ে গৃহবন্দী করে রেখেছে। সুনীতাদেবী এব্যাপারে মহকুমা শাসকের হস্তক্ষেপ দাবি করেন। মহকুমাশাসক বিষয়টি দেখার আশ্বাস দেন।

Like Us On Facebook