প্রার্থী তালিকা প্রকাশকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেসে যখন বিশৃঙ্খলা চরমে তখন দুর্গাপুর পৌর ভোটে জয়ের লক্ষ্য নিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে এক প্রস্থ প্রচার পর্ব সেরে দলীয় প্রার্থীদের নিয়ে সুশৃঙ্খলভাবে দুর্গাপুর মহকুমা কার্যালয়ে বৃহস্পতিবার দলের নেতারা মনোনয়ন পত্র জমা করে দিলেন। দুর্গাপুর পুরভোট পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী বামেরা শাসক দল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দলগুলির থেকে প্রথম রাউন্ডে কার্যত একধাপ এগিয়ে রইল। বৃহস্পতিবার সিটিসেন্টারের সিপিএমের দলীয় কার্যালয় বিমল স্মৃতি ভবন থেকে ফরোয়ার্ড ব্লকের এক প্রার্থীকে সঙ্গে নিয়ে সিপিএম কর্মীরা ৩১ জন প্রার্থীকে নিয়ে মিছিল করে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, ‘দুর্নীতিবাজ শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এবং দুর্গাপুর শহরকে বাঁচাতে দুর্গাপুরের মানুষ ১৩ আগস্ট ভোট দিয়ে বামফ্রন্ট প্রার্থীদের জয় সুনিশ্চিত করবেন। আমরা দুর্গাপুর পৌর সভা জয়ের লক্ষ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিলাম।’ এদিনের বাম প্রার্থীদের মনোনয়ন জমা দিতে মিছিলে পা মেলান প্রচুর কর্মী সমর্থক। সিপিএম দলীয় সূত্রে জানা গেছে, ৩৯ ও ৪০ নং ওয়ার্ডে প্রার্থীর নাম পরিবর্তন করা হয়েছে । ৩৯ নং ওয়ার্ডে বিবেকানন্দ মল্লিকের পরিবর্তে অনিমা বিশ্বাস ও ৪০ নং ওয়ার্ডে মানস দাসের পরিবর্তে অনিতা সরকার প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন। তাছাড়া সিপি আই ৬, ১৫ ও ৩০ নং ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে বলে জানা গেছে।

Like Us On Facebook