দুর্গাপুর নগর নিগম থেকে ২৫ লিটার মশার লার্ভা ধ্বংস করার লার্ভিসাইড তেল ও মশা তাড়ানোর কামান নিয়ে কাঁকসা ব্লক উন্নয়ন দপ্তর স্থানীয় পঞ্চায়েত সমিতিকে সঙ্গে নিয়ে বনকাটি ও গোপালপুর সহ গোটা এলাকায় মঙ্গলবার মশা নিধনে নামলেন। ডেঙ্গু সহ অজানা জ্বরের আতঙ্কে গোটা এলাকা আতঙ্কিত। বার বার মশা নিধনের পদক্ষেপ নেবার আর্জি জানিয়েও বিফলে যায় বাসিন্দাদের সেই আবেদন। অবস্থা সামাল দিতে এবার খোদ কাঁকসা ব্লক উন্নয়ন দপ্তরের কর্মী সহ পঞ্চায়েত কর্মীরা এলাকার মানুষের আতঙ্ক কাটাতে মশা নিধনে রাস্তায় নামলেন। সোমবার কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য রামজি মন্ডল নিজের উদ‍্যোগে এলাকায় মশা নিধনে নামেন। গত দুই দিনে কাঁকসা ব্লক উন্নয়ন দপ্তর ও পঞ্চায়েত সমিতি মশা নিধনে উদ্যোগী হওয়ায় গোটা এলাকায় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

Like Us On Facebook