.
কয়েকদিন আগেই লাউদোহার প্রতাপপুর অঞ্চলে ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় এক ব্যক্তির। আজ, মঙ্গলবার আবার লাউদোহার সরপি গ্রামের কাছেই একটি মাঠে ধানের বীজ রোপনের কাজ করছিলেন কয়েকজন। বেলা দুটো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়। হঠাৎ বাজে পড়ে সরপি গ্রামের বন্দনা রুইদাস সহ তাঁর সঙ্গে কাজ করতে থাকা আরও তিনজন মহিলা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁদের লাউদোহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক বান্দনাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজন সুস্থ্য আছেন বলে জানা গেছে। লাউদোহার ফরিদপুর থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
Like Us On Facebook