পুকুরে স্নান করে বাড়ি ফিরেই কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। ওই মহিলাকে বাঁচাতে গিয়ে আরও এক মহিলা গুরুতর আহত হন। এই ঘটনায় দুর্গাপুর ইস্পাত নগরীর ভাবা রোডে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভাবা রোডের বাসিন্দা মালা ভদ্র (৪৮) পুকুরে স্নান করে ভিজে জামা-কাপড় মেলতে গিয়ে বাড়ির জামাকাপড় মেলার তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। মালাদেবীকে বাঁচাতে গিয়ে তাঁর জা সন্ধ্যা ভদ্রও গুরুতর আহত হন। স্থানীয় মানুষ সন্ধ্যাদেবীর আর্তনাদ শুনতে পেয়ে বিদ্যুৎ বিছিন্ন করতে ছুটে এসে বাড়ির মেন সুইচ অফ করে দেন। আহত মালাদেবী ও সন্ধ্যাদেবীকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মেন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মালাদেবীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ভাবা রোডে শোকের ছায়া নেমে আসে।