দশ মাসের সন্তানকে রেখে স্বামীর সঙ্গে পরিবারিক অশান্তিতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পানাগড়ে গুরুদোয়ারা এলাকায়। জানা গেছে, মৃতার নাম হরপ্রীত কৌর। স্বামীর নাম যশপাল সিং, পানাগড়ের বাসিন্দা। দু’বছর আগে টাটার বাসিন্দা হরপ্রীত ও যশপালের বিয়ে হয়। দশ মাস আগে একটি সন্তানও হয়। জানা গেছে, গতকাল রাতে বাইরে থেকে যশপাল বাড়িতে ঢুকতে গিয়ে বার বার দরজা ধাক্কা দিয়েও দরজা না খোলায় জানালা ভেঙে বাড়িতে ঢুকেই ঘরের ফ্যানের সিলিং থেকে হরপ্রীতকে ঝুলতে দেখে যশপল কাঁকসা থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ যশপালকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারায় পৌঁছতে চাইছে। এদিকে দশ মাসের সন্তানকে রেখে মা আত্মঘাতী হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Like Us On Facebook