রাত পোহালেই দুর্গাপুরে পুরভোটের ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে। দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডের বাসিন্দারা তাঁদের ওয়ার্ডের ও শহরের পুর পরিষেবার দায়িত্ব কার হাতে তুলে দেবেন সেই সিধান্ত ইভিএমের বোতাম টিপে জানান দেবেন। সেই জন্য প্রশাসনিক ব্যস্ততা এখন তুঙ্গে। দুর্গাপুর গভর্ণমেন্ট কলেজে এবার ভোটের কন্ট্রোল রুম করা হয়েছে। ইভিএম মেশিন, ভোট কর্মী ও পুলিশ কর্মীদের এখান থেকেই বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর কাজ শুরু হচ্ছে। এবার ভোটের স্বচ্ছতার জন্য দুর্গাপুরের বাইরে থেকে ভোট কর্মী এনে ভোটের কাজে নিয়োগ করা হয়েছে। পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠী ও দুর্গাপুর পুরভোটের রিটার্নিং অফিসার তথা দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা কন্ট্রোল রুম ও ভোটের কাজ তদারকি করতে কন্ট্রোল রুম পরিদর্শন করে গেছেন। সব মিলিয়ে দুর্গাপুর গভর্ণমেন্ট কলেজে ভোটের কন্ট্রোল রুমে আজ উৎসবের মেজাজ।

Like Us On Facebook