মদ তৈরি ও বিক্রি বন্ধ করার দাবিতে থানায় মহিলাদের ডেপুটেশন। ঘটনা পূর্ব বর্ধমানে ভাতারের মাহাচান্দা গ্রামের। শুক্রবার ভাতার থানায় মাহাচান্দা গ্রামে মদ তৈরি ও বিক্রি বন্ধ করার দাবিতে ডেপুটেশন দেন মাহাচান্দা গ্রামের মহিলারা।
মাহাচান্দা গ্রামের রেখা কুশ মেটে জানান, আমাদের গ্রামে বহুদিন যাবৎ বেআইনিভাবে চোলাই মদ তৈরি ও বিক্রয় করছে বেশকিছু অসাধু ব্যক্তি। যার ফলে আমাদের বাড়িতে প্রায়ই অশান্তি সৃষ্টি হচ্ছে কারণ বাড়ির লোক বেআইনি মদ খেয়ে এসে বাড়িতে মাতলামো করছে এবং বাড়ির ছেলেদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদের এলাকায় মদ তৈরি ও বিক্রি বন্ধ করতে আজ আমরা থানায় লিখিতভাবে অভিযোগ জানালাম। এখন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিলে আমরা খুবই উপকৃত হব।
Like Us On Facebook