.

আজ বিজয়া দশমী। বিজয়া দশমীর পুজো সম্পন্ন হতেই মা দুর্গাকে মিষ্টি আর সিঁদুর উৎসর্গ করে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। সোমবার দুপুর থেকেই এই চিত্র দেখা গেল শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন মণ্ডপে। এক বছরের জন্য মাকে বিদায় জানাতে হবে। মন খারাপ, তবে কান্না চোখে তো আর মাকে বিদায় জানানো যাবে না। তাইতো মুখ রঙিন করে হাসি মুখে সিঁদুর খেলার মাধ্যমে মাকে বিদায় জানালেন মহিলারা।

 

Like Us On Facebook