কাঁকসার কোটা গ্রামের গ্লোবাল স্পিরিট কারখানায় শ্রমিক অসন্তোষে উৎপাদন বন্ধ রয়েছে। জানা গেছে শ্রমিকদের বকেয়া বেতন না মেটানোর অভিযোগে শ্রমিকরা মঙ্গলবার উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান। গ্লোবাল স্পিরিট কারখানায় প্রায় ৪৭০ জন শ্রমিক কাজ করেন বলে জানা গেছে। শ্রমিকদের দাবি, ২৭০ টাকা বেতন হলেও কাগজপত্র ছাড়াই তাঁরা হাতে পান ২৩৩ টাকা। মেডিক্যাল, পিএফ কোম্পানী জমা করছে কিনা সে বিষয়ে তাঁরা অন্ধকারে। সামনেই দুর্গাপুজা অথচ বেতন এখন অনিশ্চিত। তাই অবিলম্বে সমস্ত শ্রমিকদের বেতন সহ যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ জানান, কিছু শ্রমিককে এখনই কিছু বকেয়া মিটিয়ে দেওয়া সম্ভব কিন্তু একসঙ্গে সকলের বেতন ও সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া সম্ভব নয়।
Like Us On Facebook