গত জুলাই মাস থেকে বেতন অনিয়মিত দেওয়া হচ্ছে। তারপর আবার করোনার জেরে লকডাউনের অজুহাত। শ্রমিকদের অনিয়মিত বেতন দেওয়ার অভিযোগ উঠল এক গ্যাস উত্তোলনকারী বেসরকারী সংস্থা বিরুদ্ধে। বেতন অনিয়মিত হওয়ায় শ্রমিকরা চরম অসুবিধায় পড়েছেন বলে অভিযোগ। তাই অবিলম্বে বেতন দেওয়ার দাবিতে সংস্থার গেটের সামনে সোমবার বিক্ষোভ দেখান শ্রমিকরা।

সোমবার কাঁকসা থানার অন্তর্গত দুর্গাপুরের খাটগড়িয়ায় প্রায় শ’পাঁচেক শ্রমিকের এই বিক্ষোভের জেরে অস্বস্তিতে পড়ে যায় গ্যাস উত্তোলনকারী সংস্থার কর্মকর্তারা। শ্রমিকদের অভিযোগ, গত বছরের জুলাই মাস থেকে বেতন অনিয়মিত হয়ে পড়েছে যা বজায় ছিল এই বছরের মার্চ মাস পর্যন্ত। তারপর লকডাউনের অজুহাত দিয়ে কর্তৃপক্ষ বেতন দেওয়া বন্ধ রেখেছে। অনিয়মিতভাবে বেতন দেওয়াটাকেই কর্তৃপক্ষ অভ্যেসে পরিণত করে ফেলেছে, তাই বাধ্য হয়ে তাঁরা পেটের জ্বালায় এই আন্দোলনে নেমেছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। শ্রমিকরা বেতনের দাবিতে এদিন কারখানার গেটের সামনে শুধুমাত্র বিক্ষোভেই সামিল হননি, হুশিয়ারিও দিয়ে রেখেছেন যদি এরপরও বেতন নিয়মিত করার প্রশ্নে কর্তৃপক্ষ গা ছাড়া মনোভাব দেখান তাহলে প্রয়োজনে গ্যাস উত্তোলনকারী সংস্থার কাজ তারা বন্ধ করে দেবেন। যদিও কতৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Like Us On Facebook