.
দুর্গাপুরের তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে গত ৩১ ডিসেম্বর থেকে। অবিলম্বে চতুর্থ ইউনিটে উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। শ্রমিকরা তাপ বিদ্যুৎ কেন্দ্রের শক্তি ভবনের সামনে বসে বিক্ষোভ শুরু করে দেয়। আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরাও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জানা গেছে, সব মিলিয়ে ১৩০০ শ্রমিক কাজ করে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে। বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকরা সঙ্কটের মুখে পড়েছেন বলে অভিযোগ। বিক্ষোভ কর্মসূচিতে ৩৭ নম্বর ওয়ার্ডের পুরপিতা স্বরূপ মন্ডল অংশগ্রহণ করেন। তিনি জানান, কেন্দ্র সরকার শ্রমিকদের কর্মহারা করতে বছরের শুরুতেই বন্ধ করে দেয় তাপ বিদ্যুৎ কেন্দ্র। অবিলম্বে চতুর্থ ইউনিটে উৎপাদন শুরুর দাবিতে এবং নতুন করে পঞ্চম ইউনিট শুরু করার দাবিতে বিক্ষোভ চলে এদিন। চতুর্থ ইউনিটে দ্রুত উৎপাদন শুরু না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।