নকল মদ তৈরির কারখানায় হানা দিল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। নামিদামি দেশি ও বিদেশি সংস্থার নকল মদ বাজেয়াপ্ত হয়েছে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে কুলটির টহরম মোড়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ একটি স্কুল ভ্যানের স্টিকার লাগানো মারুতি গাড়িকে আটকাতে গেলে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে গাড়ির আরোহীরা। ধাওয়া করে নিয়ামতপুর নিউরোড মোড়ে গাড়িটিকে ধরে পুলিশ। গাড়ি থেকে বেশ কিছু মদের বোতল বাজেয়াপ্ত হয় এবং গাড়ি থেকে দুজনকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের নাম বিজয় কুমার যাদব ও বিরেন্দ্র নোনিয়া। ধৃতরা চিনাকুড়ির বাসিন্দা। জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে কুলটি এবং ঝাড়খণ্ডের বিভিন্ন দোকানে এই মদ সরবরাহ করে। বাজেয়াপ্ত মদগুলি তাঁরাই তৈরি করে বলে জেরায় স্বীকার করে ধৃতরা।

এরপর পুলিশ ধৃতদের নিয়ে চিনাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়িতে নকল মদ তৈরির কারখানার হদিশ পায়। সেই বাড়ি থেকে প্রচুর পরিমাণে নকল দেশি ও বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। পাশাপাশি প্রচুর পরিমাণে মদের ভুয়ো লেবেল উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


Like Us On Facebook