.
আজ মকর সংক্রান্তি। এই পূণ্য লগ্নে অজয় নদে মকর স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কাঁকসার সাতকাহনিয়া এলাকায় অজয়ের ঘাটে। মৃত ব্যক্তির নাম লাল রুইদাস(৪৫)। কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের রুইদাস পাড়ায় বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে অজয় নদে মকর স্নান করতে নামেন লাল রুইদাস। স্নানে নেমে তিনি নদীর জলে তলিয়ে যান। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন তাঁকে উদ্ধার করতে। পাশাপাশি খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে তাঁকে উদ্ধারের কাজে নামে। ঘন্টাখানেকের চেষ্টায় উদ্ধার হয় মৃতদেহ। লাল রুইদাসের মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Like Us On Facebook