.

বৃহস্পতিবার থেকে নিখোঁজ কাঁকসার গোপালপুর পূর্ব পাড়ার বছর সতেরোর চৈতালি বাগদি। নিখোঁজ হওয়া নাবালিকার মা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয় চৈতালি। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় অবশেষে খোঁজ খবর নেওয়া শুরু করে পরিবারের সদস্যরা। কিন্তু গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজির পরেও মেয়ের সন্ধান না পেয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হন নিখোঁজ হওয়া নাবালিকার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের অনুমান তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে। পরিবারের সদস্যরা কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হলে কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Like Us On Facebook