গ্রামে রীতিমতো ঢ্যারা পিটিয়ে গ্রামবাসীদের ডেকে সালিশি সভার মধ্য দিয়ে কাটমানি ফেরতের আসর বসল। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ নং ব্লকের গুসকরা ২ নং অঞ্চলের দেঁয়াশা গ্রামের ঘটনা। মঙ্গলবার গ্রামের বারোয়ারী তলায় বসে এই সালিশি সভা। অভিযোগের ভিত্তিতে সভায় ডেকে পাঠানো হয় গ্রামেরই অভিযুক্ত তৃণমূল নেতাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে দেঁয়াশা গ্রামের বারোয়ারি তলায় ১০০ দিনের কাজ, বাংলা আবাস যোজনা সহ সরকারি বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগে সালিশি সভা বসে। গ্রামে ঢ্যারা পিটিয়ে গ্রামবাসীদের জানানো হয় সেই সভার কথা। পাশাপাশি ডেকে পাঠানো হয় কাটমানি নেওয়ার অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাদেরও। সালিশি সভায় এসে অভিযুক্ত তৃণমূল নেতারা টাকা নেওয়ার কথা কবুল করলেও তবে তা দলের কাজেই খরচ হয়ে গেছে বলে দাবি করেন অভিযুক্তরা। দ্রুত টাকা ফিরিয়ে দেওয়ার নিদান দেওয়া হয় সালিশি সভা থেকে।

Like Us On Facebook