প্রতি বছরের মতো এবারও দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। কল্পতরু মেলা এবছর ৪৭ বছরে পা দিল। কোভিড বিধি মেনে মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। মেলাতে প্রবেশদ্বার থেকে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করা এবং কোভিড বিধি মেনে যাতে মেলাতে দর্শনার্থীরা প্রবেশ করেন তার উপর কড়া নজরদারি রাখা হবে বলে দাবি মেলা উদ্যোক্তাদের। প্রতিবারের মতো এবারও এই মেলার মূল আকর্ষণ কৃষি মেলা ও বই মেলা। মেলাতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। তবে এবার মেলার বাইরে নয় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ বই মেলা প্রাঙ্গণে করা হচ্ছে বলে জানা গেছে। তবে মেলাতে এবার বিশেষ আকর্ষণ থাকছে মহিলা বাইক রাইডারদের বাইক রাইড। দুর্গাপুর কল্পতরু মেলা কমিটির সদস্য নয়ন মালাকার জানান, কোভিড বিধি মেনে আমরা মেলার শেষ পর্যায়ের কাজ সম্পন্ন করছি। রাত দিন এক করে কর্মীরা কাজ করছেন। তিনি বলেন, ‘আমাদের আশা এবারও মেলায় দর্শনার্থীদের ভিড় হবে অন্যবারের চেয়ে বেশি।’

Like Us On Facebook