.

কাঁকসার রেলপারে শ্মশানকালী মন্দিরের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার এক কলস যাত্রার আয়োজন করা হয়। এই কলস যাত্রায় ১০০ জন মহিলা অংশ নেন। এদিন পানাগড়ের রণডিহা মোড়ের দুর্গা মন্দির থেকে কলস যাত্রা শুরু হয়। রেলপারের নব নির্মিত শ্মশানকালী মন্দিরে শেষ হয় কলস যাত্রা। মন্দিরের উদ্বোধন উপলক্ষে এদিন দিনভর পুজো অর্চনার পাশাপাশি চলে নানান ধর্মীয় অনুষ্ঠান। এদিন মন্দির উদ্বোধন উপলক্ষে কয়েক হাজার ভক্তের সমাগম হয়।


Like Us On Facebook