দলের অসুস্থ কর্মীকে দেখতে এসে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এক অসুস্থ বিজেপি কর্মী সোনালী গিরির সঙ্গে বুধবার দেখা করতে তাঁর বাড়ি খোট্টাডিহি পৌঁছেছিলেন। জিতেন্দ্রবাবুর অভিযোগ, এই সময় টিএমসি সমর্থকরা তাঁর নাম করে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। এমনকি সোনালী গিরির বাড়ির বাইরে স্লোগান দেয় এবং সোনালী গিরির বাড়িতেও পাথরও ছোড়া হয়। সোনালী গিরির সঙ্গে দেখা করার পর বেরিয়ে আসার সময় টিএমসি সমর্থকরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে বলে তিনি অভিযোগ করেন।
এদিন প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘যদি টিএমসির লোকেরা সত্যিই পাণ্ডবেশ্বরের জনস্বার্থে কাজ করে থাকে, তাহলে আমি পাণ্ডবেশ্বরে প্রবেশ করার সাথে সাথে তাদের মধ্যে ভয়ের পরিবেশ কেন সৃষ্টি হয়? স্বাধীন ভারতে যে কোন মানুষের যে কোন জায়গায় যাওয়ার স্বাধীনতা আছে। একজন নাগরিক হিসেবে আমি যে কোন জায়গায় আসতে পারি।’ তিনি আরও বলেন, ‘সোনালী গিরির সম্প্রতি টিউমার অপারেশন হয়েছে। আমি সোনালী গিরির বাড়িতে গিয়ে মানবিক ভাবে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিলাম। এটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা ভুল। আমি যে এখানে আসবো একদিন আগে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, তা সত্ত্বেও পুলিশের উপস্থিতিতে, এই ধরনের নিন্দনীয় কাজটি টিএমসি-র লোকেরা করে। ভয় দেখিয়ে আমাকে আটকানো যাবে না। আমি যখন খুশি আমার দলের কর্মীদের সাথে দেখা করতে পারি।’