বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। মেমারির সিমলাগ্রামের সেচখালের ধার থেকে উদ্ধার হয় দেহ।
পরিবার ও স্থানীয়সূত্রে জানা গেছে, মৃতের নাম রমেশ বিশ্বাস। বাড়ি মেমারি থানার সিমলা পশ্চিমপাড়ায়। মেমারির কেন্না ঘোষপাড়ায় রমেশের সোনা ও রুপার দোকান আছে। প্রতিদিনই দোকান বন্ধ করে রাত্রি আটটার মধ্যেই বাড়ি ফিরে যান রমেশ। কিন্ত বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বাড়ি ফিরছে না দেখে পরিবারের লোকেরা খোঁজখবর শুরু করেন। সিমলা ক্যানেলপাড় এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মেমারি থানাকে খবর দেওয়া হলে মেমারি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। বাড়ি ফেরার পথে সঙ্গে থাকা সোনা, রুপো ও টাকা ছিনিয়ে নিতেই তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook