ছবি-সংগৃহীত

বিশ্বকর্মা ঠাকুর ভাসানে গিয়ে জলে ডুবে মৃত্যু হল আইটিআই কলেজের এক শিক্ষকের। ভাতাড়ের ওড়গ্রামের ঘটনা। মৃতের নাম তন্ময় দে(২৮)। বাড়ি রায়না থানা এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজে বিশ্বকর্মা পুজোর পর মঙ্গলবার বিকেলে কলেজের পাশেই একটি বড় জলাশয়ে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে তন্ময়বাবু জলে তলিয়ে যান। তাঁকে বাঁচানোর চেষ্টা করেন কয়েকজন ছাত্র। বাঁচাতে গিয়ে তাদের মধ্যে তিন জন জলে তলিয়ে যাচ্ছিল। যদিও তারা কোনক্রমে সাঁতার কেটে জল থেকে উঠে পড়েন। অনেক গভীরে তলিয়ে যান তন্ময়বাবু। বেশ কিছুক্ষণ পরে তাঁকে উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। জানা গেছে, ভাতাড়র ওড়গ্রামে ওই আইটিআই কলেজে গত তিন বছর ধরে ওয়েল্ডিং বিভাগের শিক্ষক ছিলেন তন্ময়বাবু। কলেজে বিশ্বকর্মা পুজো হয়েছিল। সেই ঠাকুর বিসর্জন করতে গিয়েই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

Like Us On Facebook