ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন(আইআরসিটিসি) ভ্রমণ পিপাসুদের জন্য ‘চাটার্ড কোচ ট্যুর প্যাকেজ’ চালু করেছে। শনিবার দুর্গাপুর স্টেশনে সাংবাদিক সম্মেলন করে আইআরসিটিসি আধিকারিকরা কলকাতা থেকে নেপাল এবং দার্জিলিং ও গ্যাংটক ভ্রমণের বিষয়ে বিস্তারিত তথ্য জানান। আইআরসিটিসি আধিকারিকরা বলেন, ‘গরমের ছুটিতে নর্থ বেঙ্গলের দিকের সমস্ত ট্রেনে সিটের ব্যাপক চাহিদা থাকে, বেশিরভাগ ট্রেনেই ওয়েটিং লিস্টে টিকিট মেলে। কিন্তু এই সব প্যাকেজ বুক করলে যাত্রীরা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন। ট্রেন, ক্যাব, হোটেল, খাওয়াদাওয়া, বীমার খরচ সহ যাবতীয় সুবিধা এই প্যাকেজে মিলবে।’ জানা গেছে, আপাতত ২০ মে কলকাতা থেকে দার্জিলিং, গ্যাংটক এবং ২২ মে নেপাল ট্যুরের ব্যবস্থা থাকছে। জুন মাসে ফের এইসব ট্যুর আয়োজন করা হবে। কলকাতা থেকে আইআরসিটিসির ট্যুর প্যাকেজে দার্জিলিং ও গ্যাংটক ভ্রমণ নিয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

দার্জিলিং : https://irctctourism.com/pacakage_description?packageCode=EHR100
গ্যাংটক : https://irctctourism.com/pacakage_description?packageCode=EHR101

Like Us On Facebook