আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রবিবার সকালে দূর্গাপুর কোকওভেন থানার উদ্যোগে মাদক বিরোধী একটি সচেতনতা মূলক পদযাত্রার আয়োজন করা হয়। মাদক বিরোধী বিভিন্ন ব্যানার সহযোগে পদযাত্রা বের হয়। কোকওভেন থানার পক্ষ ড্রাগের নেশার বিরুদ্ধে একজোট হওয়ার শপথ নেওয়া হয় এদিন। পদযাত্রা দুর্গাপুর রেলস্টেশন থেকে দুর্গাপুর বাজার পরিক্রমা করে। উপস্থিত ছিলেন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুমন কুমার জয়সওয়াল, সিআই অঞ্জন রায়, কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে প্রমুখ। অপরদিকে, চন্ডীদাস মার্কেটে এদিন মাদক বিরোধী বাইক র্যালির আয়োজন করা হয়, উদ্বোধন করেন মেয়র অনিন্দিতা মুখার্জী।
Like Us On Facebook