আন্তর্জাতিক যোগ দিবসের সকালে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষও নিরোগ থাকার কৌশল রপ্ত করতে যোগ গুরুদের কাছে যোগ প্রশিক্ষণ নিলেন। বুধবার দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে প্রখ্যাত যোগ প্রশিক্ষকরা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শিল্পাঞ্চলের মানুষকে যোগ শিক্ষার পাঠ দিলেন। অনুলোম-বিলোম থেকে শুরু করে যোগাসনের মাধ্যমে নিরোগ থাকার সব পাঠই দিলেন যোগ গুরুরা।

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মী থেকে সকল আবাসিকদের নিরোগ থাকতে যোগ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এদিন সকালে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে প্রায় দু’হাজার মানুষ যোগ প্রশিক্ষণ শিবিরে অংশ নেন।

Like Us On Facebook