কাঁকসার মিরেপাড়ার ‘গ্যাং অফ ফোর’-এর প্রশংসায় পঞ্চমুখ এলাকার মানুষজন। আস্ত একটা জখম বিষধর সাপকে ধরে সকলের সামনে সাপটির শুশ্রুষা করে জঙ্গলে ছেড়ে দেওয়ায় মিরেপাড়ার মানুষ চার বন্ধু শাহাজাহান মল্লিক, হাসান শেখ, মানিক কর ও বদরুল মুন্সিকে বীরের মর্যাদা দিচ্ছে।
রবিবার বিকেলে মসজিদ পাড়ায় ওই চার বন্ধু আড্ডা দেওয়ার সময় হঠাৎ একটি জখম বিপধর সাপকে দেখতে পায়। সাপটির শরীরে আঘাতের চিহ্ন ছিল। এরপরেই চার বন্ধু সাপটিকে ধরে চিকিৎসার ব্যবস্থা করে। জখমের জায়গায় মলম লাগিয়ে দিয়ে শুশ্রুষা করে জঙ্গলে ছেড়ে দেয়। চার যুবক নিজেদের জীবনকে তুচ্ছ করে সাপের জীবন বাঁচাতে সাপটিকে উদ্ধার করে সেবা-শুশ্রুষা করে মানবিক মুখ দেখানোয় গ্রামের মানুষ হতবাক। সাপটি জঙ্গলে ছাড়ার পর শাহজাহান, হাসান মল্লিক, মানিক কর, বদরুল মুন্সি বলে, সাপ দেখে অনেকে ভয়ে সাপকে মেরে ফেলে। সাপের বিষ থেকে জীবনদায়ী ঔষধ তৈরি হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপ বাঁচিয়ে রাখতে হবে সকলকেই। আমরা একটি সাপকে বাঁচাতে পেরে নিজেদের খুব ভালো লাগছে।