কাঁকসার বসুধায় ৮ ফুট দৈর্ঘ্যের গুরুতর জখম একটি পাইথন উদ্ধার করল বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্যরা। সোমবার বসুধা এলাকার একটি ফাঁকা মাঠে গুরুতর জখম অবস্থায় ৮ ফুট দৈর্ঘ্যের ওই পাইথনটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই স্থানীয় বাসিন্দারা বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্য অর্ণব দাসকে খবর দেন।
অর্ণব দাস তাঁর সহযোগীদের নিয়ে গুরুতর জখম অবস্থায় সাপটিকে উদ্ধার করে বর্ধমান সদরের বনদফতরের হাতে তুলে দেন। বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্য অর্ণব দাস জানিয়েছেন, কাঁকসার বসুধা থেকে স্থানীয়রা তাঁদের খবর দেয়, তার পরেই তাঁরা এসে গুরুতর জখম সাপটিকে বসুধা থেকে উদ্ধার করেন। তিনি জানিয়েছেন, এলাকারই কেউ সাপটিকে লাঠি বা ইট ছুড়ে মারার ফলে সাপটির মাথায় গুরুতর আঘাত রয়েছে। তবে বন দফতরের হাতে তুলে দেওয়ার পর দ্রুত সাপটির চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে।