পানাগড় থেকে দুর্গাপুর হয়ে পুরুলিয়া পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল করিডর করা হবে। এখানে অসংখ্য শিল্প ও শিল্প সহায়ক প্রতিষ্ঠান গড়ে উঠবে। কয়েক লাখ কর্মসংস্থান হবে এই ইন্ডাস্ট্রিয়াল করিডরে। বৃহস্পতিবার আসানসোলের জামুড়িয়ার শ্রীপুরের এক জনসভায় একথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন শ্রীপুরে ৯৩ টি প্রকল্পের শিলান্যাস ও ৪৯ টি প্রকল্পের উদ্ধোধন করেন এবং ১৬ টি প্রকল্পের উপভোক্তাদের হাতে বিভিন্ন সুবিধা তুলে দেন।
মুখ্যমন্ত্রী এদিনের জনসভায় গত সাত বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, বর্ধমান জেলার উন্নয়নের জন্য বর্ধমান জেলাকে ভেঙে দেওয়া হয়েছে এবং আসানসোলকে পশ্চিম বর্ধমান জেলার সদর করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় বিশ্ববিদ্যালয়, আইটিআই কলেজ, জেলা আদালত, জেলা হাসপাতাল, বিমান বন্দর সহ পশ্চিম বর্ধমান জেলার প্রভূত উন্নয়ন করা হয়েছে। কোন সরকার এই রকম উন্নয়ন ঘটাতে পারেনি। মাত্র সাত বছরে এই উন্নয়ন করা হয়েছে বলে এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন আগামী দিনে হিন্দি ও উর্দুকেও সরকার মান্যতা দেবে। তিনি বলেন রানিগঞ্জে ধস কবলিতদের জন্য ৪৫ হাজার বাড়ি বানানো হচ্ছে, কিন্তু বিরোধীরা মানুষকে ভুল বুঝিয়ে ওইসব বাড়ি না নেওয়ার পরামর্শ দিচ্ছে। মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে বলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন, শান্তিতে থাকুন।