ঋন শোধের দুঃশ্চিন্তায় মানসিক অবসাদে শনিবার আত্মহত্যা করল কাঁকসার এক মহিলা। মৃতার নাম মৌসুমী গাঙ্গুলী (২৩)। জানা গেছে, স্বামী সোমনাথ গাঙ্গুলী শ্রমিক সাপ্লায়ার। বিহারে ঠিকাদার সংস্থা শ্রমিকদের টাকা আত্মসাৎ করে দেওয়ায় সোমনাথ গাঙ্গুলী বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ওই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে গিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েন। ঋণগ্রস্থ হয়ে ঠিকাদেরদের কাছ থেকে বকেয়া টাকা উদ্ধারের আশায় বিহারেই থেকে যান সোমনাথ। একদিকে স্বামীর চিন্তা অন্যদিকে বাবা বাড়ি না ফেরায় পুজোর মুখে ছেলে-মেয়েদের মন খারাপ। সব মিলিয়ে প্রবল মানসিক চাপ সহ্য করতে না পেরে শনিবার বিষাক্ত ধুতুরার বীজ খেয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুজোর মুখে কাঁকসায় বিষাদের সুর।
Like Us On Facebook