দীর্ঘদিন ধরে বেহাল দশা ছিল কাঁকসার রঘুনাথপুর থেকে মলানদিঘি পর্যন্ত রাস্তাটি। প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি পাকা করার কাজ শুরু হল। মঙ্গলবার রাস্তা সংস্কারের কাজের শিলিন্যাশ করেন মহকুমাশাসক শঙ্খ সাঁতরা ও বিধায়ক অলোক মাজি।
রাস্তাটির বেহাল দশার কারণে ওই রাস্তা দিয়ে যাতায়ত করতে পারতেন না রাস্তার আশপাশের গ্রামের মানুষজন। এলাকার মানুষের দাবির মান্যতায় এই বেহাল ১১ কিলোমিটার রাস্তার নির্মাণে ১২ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ হয়। মঙ্গলবার দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা এই রাস্তা নির্মাণের শুভ সূচনা করেন। স্থানীয় মানুষ সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Like Us On Facebook