বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে বিবাহিতা প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হল প্রেমিক। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতাড় থানার খেড়ুর-ছাতনি গ্রামের। মৃতদের নাম পম্পা রায় (৩৭) এবং জয়ন্ত সিংহ। পম্পা রায়ের বাড়ি ভাতাড় থানার ছাতনি গ্রামে এবং জয়ন্ত সিংহের বাড়ি ভাতাড় থানার খেড়ুর গ্রামে। মঙ্গলবার সকালে ছাতনি গ্রামে পম্পা রায়ের শ্বশুরবাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর হাত-পা বাঁধা মৃতদেহ দেখতে পান গ্রামের মানুষজন। খবর পেয়ে ভাতাড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে, খেড়ুর গ্রামে নিজের ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় জয়ন্ত সিংহের। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পম্পা রায়ের দুটি সন্তান আছে। তাঁর সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল জয়ন্ত সিংহের। সম্প্রতি জয়ন্তের সঙ্গে পম্পাদেবী প্রায় ২ মাস পালিয়ে যান। পরে ফিরে আসেন শ্বশুরবাড়িতে। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে পম্পাকে শ্বশুরবাড়ি থেকে মেনেও নেওয়া হয়। কিন্তু তারই মাঝে ফের জয়ন্তের সঙ্গে গোপনে সম্পর্ক রাখতেন পম্পাদেবী। পম্পাদেবীর স্বামী তপন রায় জানিয়েছেন, তাঁর স্ত্রীকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। অন্যদিকে, পুলিশের প্রাথমিক অনুমান প্রেমিকা পম্পা দেবীকে খুন করে পুকুরে ফেলে দিয়ে পরে জয়ন্ত নিজের বাড়ি ফিরে গিয়ে আত্মঘাতী হন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।