দীপাবলীর প্রাক্কালে আইনবহির্ভূত ভাবে চলা বাজি কারখানায় হানা দিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল মেমারি থানার পুলিশ।মেমারির গৌরীপুর থেকে উদ্ধার ৫২ কেজি নিষিদ্ধ শব্দবাজি ও ৫০ কেজি বাজি তৈরির উপকরণ। নিষিদ্ধ শব্দবাজি তৈরির অভিযোগে গ্রেফতার ১। ধৃতের নাম বাদল মুর্মু।
পুলিশ সূত্রে জানা গেছে, মেমারির গৌরীপুরে বেআইনি শব্দবাজি তৈরির কারখানা চলছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই মোতাবেক গৌরীপুরের ওই কারখানায় হানা দেয় মেমারি থানার পুলিশ। পুলিশি হানায় উদ্ধার হয় ৫২ কেজি শব্দবাজি ও ৫০ কেজি শব্দবাজি তৈরির উপকরণ। উপকরণের বেশীরভাগটাই সালফার, লোহার চূর্ণ ও সোডা জাতীয় পদার্থ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ বাদল মুর্মু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত বাদল মুর্মুকে আজ বর্ধমান আদালতে তোলা হয়।