পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ব্লকের একটি শিশু আলয়ের উদ্বোধন হল শনিবার। আউশগ্রাম-১ ব্লকের আউশগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আউশগ্রামের মজাফ্ফর আহম্মদ পল্লীতে ৫৫ নং আইসিডিএস সেন্টারের ফিতে কেটে উদ্বোধন করলেন বিধায়ক অভেদানন্দ থান্দার ও বিডিও চিত্তজিৎ বসু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মৃণালকান্তি রায়, পঞ্চায়েত প্রধান শ্রাবণী লোহার, আইসিডিএস সুপারভাইজার সোমা তেওয়ারী, রত্না গোস্বামী, ইন্দাজুল সেখ, প্রশান্ত হাজরা প্রমুখ। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, প্রায় ৮ লক্ষ টাকা ব্যায়ে এই শিশুআলয়টি তৈরি হয়েছে। নাচ, গান ও আবৃত্তির মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এলাকায় শিশু আলয়ের উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয় অভিভাবকরা।
Like Us On Facebook