পেট্রোপণ্যের আকাশছোঁয়া দামে‌র‌‌ পাশাপাশি সবজির দামেও আগুন। পুড়ছে মধ্যবিত্তের পকেট। সবজি বাজারে থলি নিয়ে গেলে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সাধারণ মানুষ। হাজার টাকাতেও যেন থলি ভরছে না। গত শ্যামা পুজো থেকেই কাঁচা বিভিন্ন সবজি চড়া দামে বিক্রি হচ্ছে।

একদিকে যেমন বেড়েছে গরম, পাশাপশি চলছে রোজা ফলে পাতিলেবুর দাম চড় চড় করে বেড়ে চলেছে। রবিবার সকালে দুর্গাপুরের বিভিন্ন বড় বাজার, বিশেষ করে বেনাচিতি বাজারে লেবুর বাজার দর ছিল ১৫ টাকা প্রতি পিস। তুলনামূলক ছোট আকারের লেবুর দাম ছিল ১০ থেকে ১২ টাকা। কয়েকদিন আগে যে পাতিলেবু দশ টাকায় তিনটে মিলছিল, তার বর্তমান দর দশ টাকায় একটি। যে লেবু দশ টাকায় দুটি পাওয়া যাচ্ছিল, তা এখন বিকোচ্ছে ১২ টাকা প্রতি পিস। আর যে পাতি লেবুর দাম ছিল ৬ টাকা পিস, সেই লেবু এখন প্রতিটি পনেরো টাকায় বিক্রি হচ্ছে। আবার বড় বাজার থেকে পাতিলেবু কিনে যেসব পাড়ার দোকানে বিক্রেতারা বিক্রি করছেন তারা তো পাতি লেবুর আঠারো-বিশ টাকাতে বিক্রি করছেন বলে জানা গেছে। পাতিলেবুর এই চড়া দাম দেখে ক্রেতারা বেশ অসুবিধায় পড়েছেন। দুর্গাপুরের বেনাচিতি বাজারের বড় সবজি বিক্রেতা বাপ্পা সিকদার বলেন, ‘আমরা এতদিন সবজি বিক্রি করছি এইভাবে কিছু কিছু সবজির দাম বিশেষ করে ধনেপাতা, নিমপাতা, সজনে ডাঁটা বা পাতিলেবুর দাম এত বেশি বাড়ার ঘটনা কোনদিন দেখিনি। এতে ক্রেতারা যেমন অসুবিধায় পড়েছেন তেমনই বিক্রেতারাও অসুবিধায় পড়েছেন।’

Like Us On Facebook