সোমবার আসানসোলের জামুড়িয়ায় পরিত্যক্ত চুরুলিয়া খোলামুখ খনি থেকে গলগল করে বের হচ্ছিল কালো ধোঁয়া। আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। সেই জায়গা থেকে ধোঁয়া বের হওয়া পুরোপুরি বন্ধ হয়নি এরইমধ্যে পাশের একাধিক পয়েন্ট থকে নতুন করে আগুন ও ধোঁয়া বের হওয়ায় ফের ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তিন দিন পরেও আগুন আয়ত্তে আনা যায়নি। এলাকাবাসী ধসের আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সোমবার চুরুলিয়া খোলামুখ খনি থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। মাটি ও জল দিয়ে খনির ওই মুখ বন্ধ করার চেষ্টা করা হয়। বুধবার থেকে ফের খনির অন্যান্য বেশ কয়েকটি পয়েন্ট থেকে ব্যাপক আগুন ও ধোঁয়া বের হতে থাকে। কালো ধোঁয়া আশপাশের গ্রামগুলিতে ছড়িয়ে পড়ছে। গ্রামবাসীরা বাতাসে কটু গন্ধ ও চোখ জ্বালা করার অনুভূত হচ্ছে বলে অভিযোগ করেছেন। গ্রামবাসীদের আরও অভিযোগ, পরিত্যক্ত খনিটিতে অবৈধ কয়লা উত্তোলনের ফলেই ঘটেছে এই বিপত্তি। কয়লা মাফিয়ারা অবৈজ্ঞানিকভাবে কয়লা কেটে নিয়ে খালি জায়গা ফিলিং না করায় ওইসব জায়গা দিয়ে খনির ভিতরে অক্সিজেন ঢুকে খনির মধ্যে থাকা মিথেনের সঙ্গে মিশে কয়লায় আগুন ধরে যাচ্ছে। খনি বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছেন। আগুনের ব্যাপকতা দেখে আশপাশের গ্রামের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। যেকোন সময় ধসের আশঙ্কা করছেন তাঁরা।

Like Us On Facebook