পরলোক গমন করলেন ‘বর্ধমানের আডবাণী’ বলে পরিচিত ক্ষেত্রনাথ অধিকারী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। একসময় তিনি সর্বমঙ্গলা মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন।

ক্ষেত্রনাথবাবুর পরিবার সূত্রে জানা গেছে, লালকৃষ্ণ আডবাণীর অনুপ্রেরণায় তিনি রাজনীতির আঙিনায় এসেছিলেন। বর্ধমানের আডবাণী হিসেবে পরিচিত ক্ষেত্রনাথ অধিকারী ১৯৬৮ ও ১৯৭২ সালে পরপর দুবার বর্ধমান পৌরসভার কমিশনার হয়েছিলেন। জনসঙ্ঘের সময় থেকে রাজনীতিতে আসা ক্ষেত্রনাথবাবু বর্ধমান জেলা বিজেপির প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। প্রবীণ এই নেতার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে বুধবার তাঁর বাড়িতে হাজির ছিলেন বর্ধমান জেলা বিজেপির একাধিক নেতা।

রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে অভিনেতা হিসেবেও যথেষ্ট সুনাম করেছিলেন ক্ষেত্রনাথবাবু। একাধিক যাত্রা, নাটকেও তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। মৃত্যুকালে তিনি রেখে গেলেন তিন ছেলে ও দুই কন্যা সহ নাতি-নাতনিদের।

Like Us On Facebook