অজয় নদের তীরে জয়দেব-কেঁন্দুলি গ্রামে মঙ্গলবার মকর সংক্রান্তির দিন থেকে ঐতিহ্যবাহী জয়দেব মেলা শুরু হল। তিনদিন চলবে মেলা। জয়দেব মেলায় পুন্যার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা ভেবে মেলা প্রাঙ্গণে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। বসানো হয়েছে সিসিটিভি, ওয়াচ টাওয়ার। মকর সংক্রান্তি উপলক্ষে মেলায় এদিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। মকর সংক্রান্তিতে পুণ্যস্নান উপলক্ষে সোমবার থেকেই অজয়ের তীরে দেখা যায় উপচে পড়া ভীড়।
মকর সংক্রান্তির দিন কেঁন্দুলিতে মানুষ ভিড় জমান পুণ্যস্নানের জন্য৷ এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সপার্ষদ এসেছিলেন বীরভূমের অজয় নদের তীরে জয়দেব কেঁন্দুলি মেলায় মকর সংক্রান্তির পুণ্যস্নান করতে। মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্যস্নান করার উদ্দেশ্যে দিলীপবাবু সোমবার বিকেলে চলে আসেন জয়দেব মেলার অনতিদূরে অবস্থিত কাঁকসার কুলডিহা গ্রামে। সেখানে রাত্রিযাপন করেন বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মঙ্গলবার ভোরে জয়দেব মেলায় গিয়ে অজয় নদে মকর সংক্রান্তির পুণ্যস্নান সারেন। তারপর রাধাগোবিন্দ মন্দির দর্শন করেন। দিলীপবাবুর সফরসঙ্গী ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই ও কাঁকসার বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায়।