অস্ত্রোপচার করে এক মহিলার পেট থেকে ১৪ কেজির একটি টিউমার বের করলেন চিকিৎসকরা। কাঁকসার রাজবাঁধের এক নার্সিংহোমে স্থানীয় এক মহিলার পেট থেকে সফল অস্ত্রোপচার করে বৃহদাকার টিউমারটি বের করা হয় বলে জানা গেছে।
নার্সিংহোম সূত্রে জানা গেছে, কাঁকসার পানাগড়ের বাসিন্দা রনু বিশ্বাস গত দু’বছর ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় রনুদেবীর পেটে একটি বড় আকারের টিউমার রয়েছে। চিকিৎসকরা রনুদেবীকে অস্ত্রোপচার করার পরামর্শ দেন। ব্যয়সাপেক্ষ এই অস্ত্রোপচারের খরচ জোগাড় করা রুনুদেবীর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিল না। এদিকে, অস্ত্রোপচার না করতে পারায় শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল দিনদিন। এই খবর পেয়ে কাঁকসার গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সিং তৎপরতার সঙ্গে রনু বিশ্বাসের প্রাণ বাঁচাতে তড়িঘড়ি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দেন। এরপরেই রনু বিশ্বাস কাঁকসার রাজবাঁধের এক নার্সিংহোমে ভর্তি হন অস্ত্রোপচার করার জন্য। রবিবার রনু বিশ্বাসের সফল অস্ত্রোপচার করে চিকিৎসকরা একটি ১৪ কেজির টিউমার বের করেন। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে, রনু বিশ্বাস সুস্থ রয়েছেন।