আসানসোলের ঊষাগ্রাম বয়েজ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র শুভজিৎ পান্ডা বৃহস্পতিবার সকালে আত্মহত্যা করে। শুভজিৎ মাকে হারিয়েছিল বেশ কয়েক বছর আগে। বাবাও মারা গেছেন কয়েক মাস আগে। শুভজিৎ সৎমা-এর সঙ্গেই থাকত। বৃহস্পতিবার সকালে মা বাড়ির বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে শুভজিৎ-এর দেহ। শুভজিৎকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন তার মা। কান্নার শব্দে প্রতিবেশীরা ছুটে আসেন। আসানসোল দক্ষিণ থানায় খবর দিলে ছুটে আসে পুলিশ।
স্থানীয় সুত্রে জান যায় পড়াশুনায় অত্যন্ত মেধাবী ছিল শুভজিৎ। ক্লাসে প্রতিবছর প্রথম বা দ্বিতীয় স্থানেই থাকত শুভজিৎ। মাধ্যমিকে ৮৯ শতাংশ নম্বর পেয়ে সে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়াশুনা করছিল। আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার মাত্র এক সপ্তাহ আগে শুভজিৎ-এর এই আত্মহত্যায় পাড়া-প্রতিবেশী থেকে তার বন্ধু ও শিক্ষকমহল শোকে মুহ্যমান।
পুলিশ সূত্রে জানা গেছে, মা-বাবকে হারিয়ে শুভজিৎ মানসিক অবসাদে ভুগছিল। অন্যদিকে প্রতিবেশীদের অভিযোগের তীর শুভজিৎ-এর সৎমা-এর দিকে। তাঁদের অভিযোগ, শুভজিৎ-এর সৎমা তার উপর মানসিক নির্যাতন চালাত।