শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ টানা ৩০ মিনিট ধরে প্রবল শিলাবৃষ্টি হয় আসানসোলে। সাম্প্রতিক কালে আসানসোল মহকুমায় এত শিলাবৃষ্টি হয়নি। ৩০ মিনিটের টানা শিলাবৃষ্টিতে সাদা হয়ে যায় আসানসোলের রাজপথ থেকে গলির রাস্তা, বাড়ির ছাদ থেকে উঠোন। শিল জমে পুরু স্তর জমে যায় রাস্তার ওপরে। আসানসোলের নিয়ামতপুরের বাসিন্দা রতন দাস বলেন, ‘আট-দশ বছর আগে এই ধরণের শিলাবৃষ্টি আসানসোলে হয়েছিল।’ শিলাবৃষ্টিতে আসানসোলের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। শিলাবৃষ্টির তীব্রতা দেখে আসানসোলের মেয়র জীতেন্দ্র তিওয়ারি বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখেন, কিন্তু তার কোন প্রয়োজন হয়নি। মেয়র বলেন, ‘কোন ক্ষয় ক্ষতির খবর নেই। সাম্প্রতিক কালে এখানে এত শিলাবৃষ্টি হয়নি।’