ফের বছর দুয়েক আগেকার ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ফিরে এল বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে। তবে এদিনের দুর্ঘটনায় কোন প্রাণহানি হয় নি। গরম পিচ বোঝাই ট্যাঙ্কারের পিছনে পেট্রোলিয়াম বোঝাই ট্যাঙ্কারের ধাক্কা ২ নম্বর জাতীয় সড়কের বেচারহাটের কাছে। ধাক্কার পরই ট্যাঙ্কার থেকে গরম পিচ গল গল করে পড়তে থাকে জাতীয় সড়কে। গরম পিচ ছড়িয়ে পড়ে জাতীয় সড়কের দুর্গাপুরমুখী লেনে। যান চলাচল থমকে যায়।

জানা গেছে, শুক্রবার সকালে প্রেট্রোলিয়াম বোঝাই ট্যাঙ্কারটি পিচের গাড়ির পিছনে ধাক্কা মারার পরই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে নয়নজুলিতে নেমে যায়। দুর্ঘনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন যায় বেচারহাটের দুর্ঘটনাস্থলে। ততক্ষণে গরম পিচ রাস্তায় ছাড়িয়ে নয়নজুলিতে নেমে গেছে। জলের স্রোতের মত গরম পিচ নয়নজুলি দিয়ে বয়ে যাচ্ছে। দুর্ঘনায় জখম হয়েছেন পেট্রোলিয়াম বোঝাই ট্যাঙ্কারের চালক। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাপুরমুখী পিচের ট্যাঙ্কারটি হঠাৎ থেমে যেতেই পিছনে সজোরে ধাক্কা মারে পেট্রোলিয়াম বোঝাই ট্যাঙ্কারটি। ঘটনায় উল্টে যায় গরম পিচ বোঝাই ট্যাঙ্কারটি। প্রায় ঘন্টা দেড়েক পর দুর্গাপুরমুখী লেনে যান চলাচল শুরু হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ২২ মার্চ বর্ধমানের রথতলা এলাকায় জাতীয় সড়কে একটি গরম পিচভর্তি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় একটি মারুতি গাড়ির উপর। সঙ্গে সঙ্গে রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে গরম পিচ। মারুতি গাড়ির ভিতর থেকে শিশুদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। কিন্তু গরম পিচ চারিদিকে ছড়িয়ে থাকায় উদ্ধার কাজ ব্যহত হয়। ঘটনায় মৃত্যু হয় দুই শিশু সহ একই পরিবারের সাত জনের।br />
জাতীয় সড়কে গাড়ির ওপর উল্টে পড়ল গরম পিচভর্তি ট্যাঙ্কার, ২ শিশু সহ মৃত ৭

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook